১। মোটরযানের রেজিষ্ট্রেশনঃ- সরকারী রাজস্ব জমসহকারে আবেদনপত্র এবং পরিদর্শনের জন্য মোটরজান হাজির করতে হবে। মোটরযান এবং সংশ্লিষ্ট কাগজপত্র সঠিক বিবেচিত হলে রেজিষ্ট্রেশন প্রদান করা হয় এবং রেজিষ্ট্রেশন সার্টিফিকেট প্রদান করা হয়।
২। ড্রাইভিং লাইসেন্স প্রদানঃ-প্রথমে লার্নার লাইসেন্ম প্রদান করা হয়। পরবর্তীতে নির্ধারিত তারিখে ডিসিটিবি কর্তৃক পরিক্ষায় উর্ত্তীন হলে স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্ম প্রদান করা হয়।
৩। ফিটনেস সার্টিফিকেট ইস্যু/নবায়ন করা হয়।
৪। রুট পারমিট ইস্যু/নবায়ন করা হয়।